বেতার বাংলা শ্রোতা ক্লাব।ক্লাবটি ২০১৮সালের ১লা জানুয়ারি তারিখে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে তালিকাভুক্ত শ্রোতা ক্লাব হিসেবে নিবন্ধন পায়।প্রথমে ক্লাবটি ৯জন শ্রোতার সমন্বয়ে গঠিত হলেও; বর্তমানে বেতার বাংলা শ্রোতা ক্লাবের সদস্য প্রায় ১৪জন।ক্লাবটির সদস্যগণ বাংলাদেশ বেতার,বিবিসির বাংলা বিভাগের অনুষ্ঠান,চীন আন্তর্জাতিক বেতার,এনএইচকে ওয়াল্ড রেডিও জাপান, সৌদি আন্তর্জাতিক বেতার, আকাশবাণীসহ দেশের বেসরকারি এফএম,কমিউনিটি বেতারের ষ্টেশনের অনুষ্ঠান শুনে থাকে।অনুষ্ঠান সম্পর্কে চিঠি, মেইলের মাধ্যমে মতামত প্রেরণ করে থাকে।বেতারের বিভিন্ন কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্লাবের সদস্যগণ কয়েকশোবার কুইজ বিজয়ী নির্বাচিত হয়েছেন।গঠনমূলক চিঠি বা মেইল লিখে অসংখ্যবার সেরাপত্রলেখক নির্বাচিত হয়েছে।বেতার বাংলা শ্রোতা ক্লাবের সদস্যগণ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।যেমন করোনা সচেতনতায় মাক্স বিতরণ,বাল্যবিবাহের কুফল, যৌতুকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে।
Official Facebook Page:
www.facebook.com/bbsc.officials
Official Facebook Group:
https://facebook.com/groups/336859571632039/ তারিখ হতে, যাবতীয় কার্যক্রম শুরু করে।বেতার বাংলা শ্রোতা ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন মোঃ আব্বাস হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন - মোঃ হাসান সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে মোঃ সজিব হোসেন।১৩জন শ্রোতার সমন্বয়ে ক্লাবটি গঠিত হলেও বর্তমানে ক্লাবটির শ্রোতা সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ ক্লাবের শ্রোতাদের প্রধান কাজ হচ্ছে বেতার নানা শিক্ষামূলক অনুষ্ঠান শুনে অনুষ্ঠান সম্পর্কে নানান মতামত প্রেরণ করা।কুইজ অনুষ্ঠান অংশগ্রহণ করে এ ক্লাবের সদস্যগণ প্রায় ১০০বার কুইজ বিজয়ী ও ১৫বারের মতোসেরা পত্রলেখক নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করছেন।আগামিতেও বেতার বাংলা শ্রোতা ক্লাব বেতারের সাথে থাকার ইচ্ছা পোষণ করেছেন।বেতার বাংলা শ্রোতা ক্লবাের আগামী দিনেও আপনাদের সবাইকে সাথেই পাবো এমনটাই প্রত্যাশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন