শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিশ্ব বেতার দিবস পালিত।

এম. জুলফিকার আলী ভূট্টো,বিশেষ প্রতিনিধি।

প্রতিবেদন: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিশ্ব বেতার দিবস “বেতার ও জলবায়ু পরিবর্তন” প্রতিপাদ্যে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে উদযাপিত হয়।

বেতার দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্য রাখেন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. রায়হান কাওছার, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল, বিশেষ অতিথি ছিলেন মো. মঞ্জুর মোর্শেদ, ডিআইজি, বরিশাল রেঞ্জ, প্রফেসর মো ইউনুস আলী সিদ্দিকী, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, পরিচালক (স্বাস্থ্য) বিভাগীয় কার্যালয়, বরিশাল।




অংশিজনদের মধ্যে আলোচনা করেন জামান মনির সাধারণ সম্পাদক জাতীয় কবিতা পরিষদ বরিশাল, সাগর, জাহিদ হাসান সংবাদ পাঠক, মো. নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এবাদুল হক চান, সাবেক অধ্যক্ষ বিমল কৃষ্ণ বড়াল, আযাদ আলাউদ্দিন সাংবাদিক ও সম্পাদক, কবি পথিক মোস্তফা, কবি জিল্লুর রহমান জিল্লু বেতার শ্রোতা, সহকারী অধ্যাপক টুনু কর্মকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, অনুষ্ঠান শেষে আনন্দ রালি অনুষ্ঠিত হয়। উপস্থাপনা ছিলেন নেজারুল ইসলাম।
সবশেষে আঞ্চলিক পরিচালকের পরিচালনা চমৎকার একটি শ্রোতা আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জিল্লুর রহমান জিল্লু, হিজলার মোহাম্মদ আলী, বরগুনার মাঈনুল হোসেন, হ্যাপি ইসলাম, ইয়াসমিন অজান্তা, পিরোজপুরের কৃষ্ণ কর্মকার কৌশিক এবং ভোলার আব্বাস হোসেন প্রমুখ।


সোমবার, জানুয়ারী ০১, ২০২৪

বেতার বাংলা শ্রোতা ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

প্রিয় শ্রোতা, ১লা জানুয়ারি ২০২৪ইং তারিখে বেতার বাংলা শ্রোতা ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ও সদস্যগণ।বেতার বাংলা শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা


বক্তব্য রাখেন- 

১। মো. আব্বাস হোসেন

সভাপতি - বেতার বাংলা শ্রোতা ক্লাব। 

২। মো. সজীব হোসেন 

সহসাধারণ সম্পাদক - বেতার বাংলা শ্রোতা ক্লাব। 

৩। মাইদুল ইসলাম মামুন

সভাপতি - সবার জন্য শিক্ষা চাই বেতার শ্রোতা ক্লাব। 

৪। জিল্লুর রহমান জিল্লু

সভাপতি - তৃণমূল বেতার শ্রোতা ক্লাব। 

৫। মো. মাইনুল ইসলাম 

সভাপতি - সোনার বাংলা বেতার শ্রোতা ক্লাব। 

৬। মো. আসিব আকন

সভাপতি - শিক্ষার আলো বেতার শ্রোতা ক্লাব।

শুক্রবার, ডিসেম্বর ০১, ২০২৩

নারী কথা অনুষ্ঠানে কুইজ বিজয়ী ক্লাবের সভাপতি


বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার - ঢাকা থেকে প্রচারিত, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক রেডিও অনুষ্ঠান "নারী কথা" সমতা ও ক্ষমতায়নে নারীর অবস্থান এর দ্বিতীয় মৌসুমের ১৩তম পর্বের কুইজ বিজয়ী নির্বাচিত হলেন ক্লাবের সভাপতি - মো. আব্বাস হোসেন অভিনন্দন!

বুধবার, জুলাই ২০, ২০২২

কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,

কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা করা হয়েছে । করোনা থেকে সুরক্ষা, পুষ্টি জিজ্ঞাসা, কৈশোরের কথা অনুষ্ঠান তিনটির কুইজ বিজয়ী শ্রোতাদের পুরস্কার বিতরণ করা হবে। কুইজ বিজয়ী শ্রোতাদের নামের তালিকা-

এপ্রিল-জুন/২০২২ প্রান্তিক এর "করোনা থেকে সুরক্ষা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী শ্রোতারা হলেন:

১৩/০৪/২২: মো: শাকিল আহমেদ, মো. আব্বাস হোসেন, আছিব আকন; 

২০/০৪/২২: মাফিন, সাবিনা ইয়াসমিন, মোছা. জরিনা বেগম;

২৭/০৪/২২: মো. মাসুম হোসাইন, মো. জিল্লুর রহমান, মো. ইমরান মুন্সী;

১১/০৫/২২: অনামিকা অনু, মো. সজীব হোসেন, কেয়া খানম ;

২৫/০৫/২২: নাঈমা খাতুন, মোছা. সাবিহা খাতুন সাথী, মোহাম্মদ আলী;

২৯/০৫/২২: মোছা. রুমা আক্তার, মোছা. নাজনীন আক্তার, শাহ সিকদার আহমেদ ;

০৮/০৬/২২: মোছা. ববিতা খাতুন, জিহাদ করিম, মো. আক্কাস হোসেন;

১৫/০৬/২২: মো. গিয়াস উদ্দিন,  কামরুজ্জামান,  মো. আব্বাস হোসেন;

২২/০৬/২২: সবিতা রানী কর, সুলতান খান, মো. আল আমিন; 

২৮/০৬/২২: আব্দুল্লাহ বিন ফারুক, মেহেরাব তালুকদার, জিল্লুর রহমান জিল্লু।

এপ্রিল-জুন/২০২২ প্রান্তিক এর "পুষ্টি জিজ্ঞাসা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী শ্রোতারা হলেন:

১২/০৪/২২: মোছা. আছিয়া খাতুন, মো. জিহাদ করিম, মো. সজীব হোসেন; 

২৬/০৪/২২: সুহাগী খাতুন রিমা, মোহাম্মদ আলী, মুহতারিমা রহমান রিমা;

১০/০৫/২২: মো. জিল্লুর রহামান জিল্লু, লাল মিয়া, পূরবী চাকমা;

২৪/০৫/২২: জিহাদ করিম, মো. মাইদুল ইসলাম মামুন, শোভন কর্মকার;

১৪/০৬/২২: রাবেয়া আক্তার, মো. কামরুল ইসলাম, রেজাউল কবির;

২৮/০৬/২২: মো. সাজিব আকন, রওনক জাহান মহিমা, সজল।

এপ্রিল-জুন/২০২২ প্রান্তিক এর "কৈশোরের কথা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী শ্রোতারা হলেন- :

১২/০৫/২২: রুবাইয়া আফরোজ ও সামিরা আফরিন মিমিয়া; 

১৯/০৫/২২: মো: রাসেল মিয়া ও মাইশা আক্তার;

২৬/০৫/২২: নাসরিন আক্তার ও মো. মনো মিয়া;

০২/০৬/২২: মার্জিয়া আক্তার ও কামরুজ্জামান;

১৬/০৬/২২: মো. নাঈম আহম্মেদ  ও মো. মশিউর রহমান শামীম;

২৩/০৬/২২: মো. হেলাল উদ্দিন ও সৈয়দ তারিন বাছেদ।


সকল বিজয়ীকে অতি দ্রুত অনুষ্ঠানের নাম, পর্ব, যে মোবাইল নম্বর দিয়ে বিজয়ী হয়েছেন সে নম্বরটি, জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধনসহ ব্যক্তিগত বিকাশ নম্বর বরিশাল বেতারের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে দেয়ার জন্য অনুরোধ করা হলো।

মত বিনিময় সভা


রবিবার, মে ১৫, ২০২২

সেরা পত্রলেখকের পুরস্কার গ্রহণ করেছেন বেতার বাংলা শ্রোতা ক্লাবের সভাপতি

বাংলাদেশ বেতার/রেডিও বরিশাল কেন্দ্র থেকে প্রচারিত, চিঠিপত্রের জবাবদান বিষয়ক অনুষ্ঠান - ‘‘মেলবন্ধন’’ এর গত মার্চ ২০২২মাসের শ্রেষ্ঠ পত্রলেখক হিসেবে ক্লাবের সভাপতি মোঃ আব্বাস হোসেন সার্টিফিকেট ও ক্রেষ্ট গ্রহণকালীন।পুরস্কার হাতে তুলে দিচ্ছেন উক্ত কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব কিশোর রঞ্জন মল্লিক ও উপ-আঞ্চলিক পরিচালক জবাব আনছার উদ্দিন স্যার।ধন্যবাদ ও মুগ্ধতা অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।


বুধবার, মার্চ ৩০, ২০২২

রংপুরে বেতার শ্রোতা ক্লাবকে পুরস্কার বিতরণ ও চট্টগ্রামে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে ১৫টি শ্রোতা ক্লাবকে পুরস্কার বিতরণী ও চট্টগ্রাম কেন্দ্রে বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।জনগনের অংশগ্রহণে শ্রোতাক্লাব কার্যক্রম নিয়ে দুই দফায় বেশ কিছু ভিডিও বাংলাদেশ বেতার রংপুরের ফেসবুক পেইজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এর মধ্য থেকে প্রথম দফায় ১৫ টি শ্রোতাক্লাবকে বেস্ট রেসপন্ডার হিসেবে ঘোষণা করে তাদের মাঝে মেঘাহ্যান্ডসেট প্রদান করা হয়।অন্যদিকে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কর্তৃক আয়োজিত কিশোর-কিশোরী বেতার শ্রোতা ক্লাব সদস্যদের অংশগ্রহণে 'বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩০ই মার্চ তারিখে পুরস্কার বিতরণ ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রংপুর কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থিরচিত্র 

                        বাংলাদেশ রংপুর কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসত শ্রোতাগণ

                       বাংলাদেশ রংপুর কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থিরচিত্র 

কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা।

বাংলাদেশ বেতার বরিশাল এর কর্মকর্তাদের মাঝে  আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক,
কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে Bangladesh Betar Barishal কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা করা হয়েছে।অক্টোবর -ডিসেম্বর মাসের কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বিকাশযোগে পুরস্কার প্রদান করা হবে। পুষ্টি জিজ্ঞাসা, কৈশোরের কথা ও আগচমীর কর্ণধার অনুষ্ঠান তিনটির পুরস্কার প্রদান করা হবে।তিনটি অনুষ্ঠানে গত অক্টোবর -ডিসেম্বর ২০২১মাস পর্যন্ত কুইজ বিজয়ী শ্রোতাদের নামের তালিকা-

অক্টোবর- ডিসেম্বর ২০২১ প্রান্তিক এর "পুষ্টি জিজ্ঞাসা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী:

১২/১০/২১: সাবিনা ইয়াসমিন, মো: সজীব হোসেন, মো: শহিদুল ইসলাম; 

২৬/১০/২১: জিহাদ করিম, আরিয়া, আরফা আফরিন, আহমেদ তানভীর জয়;

০৯/১১/২১: নাজমুস শাকিব, রাবেয়া আক্তার, আসিফ আকন;

২৩/১১/২১: মো: ইমরান মুন্সী, মো: আল মামুন, সাজেদা বেগম;

১২/১২/২১: মো: আব্বাস হোসেন, মহিমা বেগম, জিহাদ করিম;

২৮/১২/২১: ফাতেমা তুজ জোহরা, মো: জামাল উদ্দিন,  মো: রেজাউল কবির।

অক্টোবর- ডিসেম্বর ২০২১ প্রান্তিক এর "কৈশোরের কথা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী:

১৭/১০/২১: মো: আলী আফরাজ শান; 

২৮/১০/২১: মো: ইমরান মুন্সী;

১১/১১/২১: আল মামুন খান;

২৫/১১/২১: মো: মশিউর রহমান শামীম;

৯/১২/২১: সৈয়দ তারিন বাছেদ;

২৩/১২/২১: মো: আল আমিন।


অক্টোবর- ডিসেম্বর ২০২১ প্রান্তিক এর "আগামীর কর্ণধার" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী:

পর্ব-১: মো: আল মামুন, মো: সজীব হোসেন, মরিয়ম আক্তার হামিদা; 

পর্ব-২: এস কে সমির বিশ্বাস, মো: ইমরান মুন্সি, রুমা আক্তার;

পর্ব-৩: আয়াত, ওয়ালী ইসলাম ইভা, রাবেয়া আক্তার;

পর্ব-৪: শাওন মাহমুদ আপন, সৈয়দ তারিন বাছেদ, রাবেয়া আক্তার;

পর্ব-৫: মেহেরাব তালুকদার, শাহনাজ পারভীন, শ্রী ভাগ্য চন্দ্র অমিত;

পর্ব-৬: মো: কামরুজ্জামান, মো: সুহেল মিয়া, মো: মাইদুল ইসলাম মামুন;

পর্ব-৭: মো: সাইফুল ইসলাম, সৈয়দ তারিন বাছেদ, সাজেদা বেগম;

পর্ব:৮: জিল্লুর রহমান জিল্লু, ফাতেমা তুজ জোহরা, মো: সবুজ;

পর্ব-৯: মো: রেজাউল কবির, মো: মেজবাহ উদ্দিন মিহান, মো: রিয়াজ।

সকল বিজয়ীকে অতি দ্রুত অনুষ্ঠানের নাম, পর্ব, যে মোবাইল নম্বর দিয়ে বিজয়ী হয়েছেন সে নম্বরটি, জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধনসহ ব্যক্তিগত বিকাশ নম্বর বরিশাল বেতারের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে দেয়ার জন্য অনুরোধ করা হলো।তবে সরাসরিও পুরস্কারের সম্মানী অফিস হতে গ্রহণ করা যাবে।

রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১

জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিসেল থেকে ক্লাবের সভাপতি পুরস্কার গ্রহণকালীন!

Population Health and Nutrition Cell, Bangladesh Betar, Dhaka কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,ফেব্রুয়ারি ২০২১মাসের চতুর্থ সপ্তাহের সেরাপত্রলেখক হিসেবে পুরস্কার গ্রহন করছেন ক্লাবের সভাপতি মোঃ আব্বাস হোসেন। পুরস্কার তুলে দিচ্ছেন উক্ত সেলের প্রিয় পরিচালক জনাব- Zahid Hossain স্যার ও সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন স্যার সহ আরেকজন কর্মকর্তা।

সোমবার, ডিসেম্বর ০৬, ২০২১

বেতার বাংলা শ্রোতা ক্লাব

বেতার বাংলা শ্রোতা ক্লাব। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র হতে নিবন্ধনকৃত অমুনাফাভোগী শ্রোতা ক্লাব সংগঠন।বেতার বাংলা শ্রোতা ক্লাবটি ২০১৮সালের ১লা জানুয়ারিপ্রিয় শ্রোতাবন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ১লা জানুয়ারি আমাদের বেতার বাংলা শ্রোতা ক্লাবটি নিবন্ধনের ৫ম বর্ষে পদার্পণ করেছে।২০১৮সালের ১লা জানুয়ারি তারিখে আমাদের ক্লাবটি, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে তালিকাভুক্ত শ্রোতা ক্লাব হিসেবে নিবন্ধিত হয়।বেতার বাংলা শ্রোতা ক্লাবের পথচলায় আপনারা আমাদের সাথে থেকে উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন, তারই ফলশ্রুতিতে আমরা ৫ম বর্ষে পদার্পণ করতে পেরেছি।আমাদের সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বেতার বাংলা শ্রোতা ক্লাব।ক্লাবটি ২০১৮সালের ১লা জানুয়ারি তারিখে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে তালিকাভুক্ত শ্রোতা ক্লাব হিসেবে নিবন্ধন পায়।প্রথমে ক্লাবটি ৯জন শ্রোতার সমন্বয়ে গঠিত হলেও; বর্তমানে বেতার বাংলা শ্রোতা ক্লাবের সদস্য প্রায় ১৪জন।ক্লাবটির সদস্যগণ বাংলাদেশ বেতার,বিবিসির বাংলা বিভাগের অনুষ্ঠান,চীন আন্তর্জাতিক বেতার,এনএইচকে ওয়াল্ড রেডিও জাপান, সৌদি আন্তর্জাতিক বেতার, আকাশবাণীসহ দেশের বেসরকারি এফএম,কমিউনিটি বেতারের ষ্টেশনের অনুষ্ঠান শুনে থাকে।অনুষ্ঠান সম্পর্কে চিঠি, মেইলের মাধ্যমে মতামত প্রেরণ করে থাকে।বেতারের বিভিন্ন কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্লাবের সদস্যগণ কয়েকশোবার কুইজ বিজয়ী নির্বাচিত হয়েছেন।গঠনমূলক চিঠি বা মেইল লিখে অসংখ্যবার সেরাপত্রলেখক নির্বাচিত হয়েছে।বেতার বাংলা শ্রোতা ক্লাবের সদস্যগণ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।যেমন করোনা সচেতনতায় মাক্স বিতরণ,বাল্যবিবাহের কুফল, যৌতুকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে।

Official Facebook Page:
www.facebook.com/bbsc.officials

Official Facebook Group:
https://facebook.com/groups/336859571632039/ তারিখ হতে, যাবতীয় কার্যক্রম শুরু করে।বেতার বাংলা শ্রোতা ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন মোঃ আব্বাস হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন - মোঃ হাসান সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে মোঃ সজিব হোসেন।১৩জন শ্রোতার সমন্বয়ে ক্লাবটি গঠিত হলেও বর্তমানে ক্লাবটির শ্রোতা সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ ক্লাবের শ্রোতাদের প্রধান কাজ হচ্ছে বেতার নানা শিক্ষামূলক অনুষ্ঠান শুনে অনুষ্ঠান সম্পর্কে নানান মতামত প্রেরণ করা।কুইজ অনুষ্ঠান অংশগ্রহণ করে এ ক্লাবের সদস্যগণ প্রায় ১০০বার কুইজ বিজয়ী ও ১৫বারের মতোসেরা পত্রলেখক নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করছেন।আগামিতেও বেতার বাংলা শ্রোতা ক্লাব বেতারের সাথে থাকার ইচ্ছা পোষণ করেছেন।বেতার বাংলা শ্রোতা ক্লবাের আগামী দিনেও আপনাদের সবাইকে সাথেই পাবো এমনটাই প্রত্যাশা।

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

বেতারের বিভিন্ন অনুষ্ঠানে কুইজ বিজয়ী ও সেরাপত্রলেখক বিজয়ী তালিকা।

বেতার বাংলা ডেস্ক,২০১৭-২৩গত কয়েক বছরে বেতারের বিভিন্ন অনুষ্ঠানে বেতার বাংলা শ্রোতা ক্লাবের সকল সদস্যদের কুইজ বিজয়ী ও সেরা পত্রলেখক বিজয়ী তালিকা বিবরণী প্রকাশ- 

মোঃ আব্বাাস হোসেন(সভাপতি)

কুইজ অনুষ্ঠান -

১)ভুবন ভরা আলো-১০ - ২০১৭
২)ভুবন ভরা আলো-১৩ -২০১৭
৩)আমি মীনা বলছি-২১৪ - ২০১৭
৪)রুপসী বাংলা সোনালী মানুষ-৬৫ - ২০১৭
৫)আমি মীনা বলছি-২৪৪ -১২.১.২০১৮
৬)সুখের সন্ধানে-২৬.০৪.২০১৮ -২৬.০৪.২০১৮
৭)সুন্দর জীবন-১১ - ২৩.২.২০১৮
৮)স্বপ্নযাত্রা-২ -১.০৬.২০১৮
৯)গানে গানে প্যারাসুট-৭ -৭.৮.২০১৮
১০)গানে গানে প্যারাসুট-১৩ -২৯.৭.২০১৮
১১)বহ্নিশিখা-১৮৭★পুরস্কার গায়েব -১৩.০৮.২০১৮
১২)স্বপ্নযাত্রা-৪ -১০.০৬.২০১৮
১৩)জানতে চাই-১৫ -৩০.৮.২০২৮
১৪)গানের আসর-৫.১০.২০১৮★ পুরস্কার গায়েব -৫.১০.১৮
১৫)সিনেরঙ-৩০ -৪.১২.২০১৮
১৬)আমি মীনা বলছি-২৯৩ -২১.১২.২০১৮
১৭)স্বপ্ন ডানায় আমরা-৬১ -৪.১.২০১৯
১৮)আমাদের তথ্য,আমাদের অধিকার-৭ -১০.১.২০১৯
১৯)সুখ-দুঃখ,ভালোবাসা-৫ -
২০)সুখ-দুঃখ,ভালোবাসা-২৪ -২৮.৩.২০১৮
২১)আমাদের কথা আমাদের গান-৩১.০৩.২০১৯ -
২২)আমি মীনা বলছি-৩২৯ -৬.৯.২০১৯
২৩)স্বপ্ন ডানায় আমরা-৯৯ -২২.০৯.২০১৯
২৪)ইচ্ছেডানা-৬ -১০.১১.২০১৯
২৫)কৈশোরের জিজ্ঞাসা-৬ -
২৬)শান্তির দূত-১৮(২০১৮) -
২৭)উপকূলের কথা-৬.০৩.২০১৮ -
২৮)সুখ-দুঃখ,ভালোবাসা-৩৭ -
২৯)আমাদের পুষ্টি-২ -৫.০৫.২০২১
৩০)আমাদের কণ্ঠ-খাসিয়া সম্প্রদায় -
৩১)কৈশোরের কথা,১০.১২.২০২০ -
৩২)পুষ্টি জিজ্ঞাসা- ২৬.০১.২০২১ -
৩৩)পুষ্টিবিষয়ক বেতার ক্যাম্পেইন- ১১.০২.২০২১ -
৩৪)করোনায় করণীয়, ০৩.০৮.২০২১।
৩৫)পুষ্টিবিষয়ক বেতার ক্যাম্পেইন-১৪.০৯.২০২১।চবে
৩৬)পুষ্টিবিষয়ক বেতার ক্যাম্পেইন-২৯.০৯.২০২১,পর্ব-৫৫ঢাবে
৩৭)গানের আসর-সোমবার- ০৪.১০.২০২১।
৩৮)সিনেরঙ, পর্ব-১৭৫, ২৫.১২.২০২১।
৩৯)পুষ্টি জিজ্ঞাসা, ২৮.১২.২০২১।ববে
৪০) কথায় গানে সংগীতমালা, ২৫-০১-২০২২

৪১)করোনা থেকে সুরক্ষা, পর্ব- ০১, ২০.০৪.২০২২ইং
৪২)করোনা থেকে সুরক্ষা, পর্ব- ০৯, ২২.০৬.২০২২ইং
৪৩) খেলার মাঠে, জুন মাস, ২০২৩ ইং।  
√৪৪) মাঠে ময়দানে, সেপ্টেম্বর মাস, ২৪-০৯-২০২৩ইং। 
৪৫) নারী কথা, পর্ব- ১৩, ২৯-১১-২০২৩ইং। 
√৪৬) কৈশোরের কথা, প্রচার তারিখ ১৮/০৯/২০২৩ কুমিল্লা
৪৭) উৎকর্ষ,পর্ব- ২৪, রেডিও চিলমারী,২৪/১২/২০২৩
৪৮) কৈশোরের কথা, বরিশাল, ১৫/১১/২০২৩
৪৯) উৎকর্ষ,পর্ব- ২৪,রেডিও সাগর দ্বীপ, ৩/০১/২০২৪


সেরাপত্রলেখক বিজয়ী তালিকা-

১)মেলবন্ধন-৮.৩.২০১৮
২)ইচ্ছে দুয়ার-২.৫.২০১৮
৩)ইচ্ছে দুয়ার-২৬.১২.২০১৮
৪)মেলবন্ধন-১৪.০২.২০১৯
৫)ইচ্ছে দুয়ার-২৬.০৩.২০১৯ 
৬)ডাকবাক্স-২৪.০১.২০২১
৭)ইচ্ছে দুয়ার-০৩-০২-২০২১
৮)ইচ্ছেদুয়ার, পর্ব-৩৬৬
৯) মেল-বন্ধন -১১.০৪.২০২২
১০) মেল-বন্ধন ১৩-০৬-২০২৩


অনলাইন কুইজ বিজয়ী তালিকা পর্ব-

১) জ্ঞানের আলো-৫০

২) নিউভিশন রেডিও লিসেনার্স ক্লাব -১ম বার
৩) নিউভিশন রেডিও লিসেনার্স ক্লাব- ২য় 
) কম্পিউটার জগৎ কুইজ প্রতিযোগিতা, বিশ্বকাপ ফুটবল ২০২৩
) ফুটবল মাস্টার মাইন্ড, টফি
) irb fan club বিশেষ কুইজ প্রতিযোগিতা, আগস্ট ২০২৩
) পোলার আইসক্রিম
) ক্লেমন স্পোর্টস
৯) নিটল মটরস্ লিমিটেড দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ী। ১৭.১১.২০২৩
১০)Treat Chocolate, South Africa vs India Match ১১) ইসলামিক বই হাদিয়া দেওয়া হয় 

১২) প্রথম আলো বন্ধুসভা,চট্টগ্রাম 



    মোঃ হাসান (সাধারণ সম্পাদক) নাম  ও পর্ব সংখ্যাঃ

বহ্নিশিখা -১৮১
সুখ-দুঃখ, ভালোবাসা-১৩
সুখ-দুঃখ, ভালোবাসা-১৬ 
স্বপ্ন যাত্রা-৮
স্বপ্ন যাত্রা -১২ 
স্বপ্ন ডানায় আমরা- ৫৯ 
জানতে চাই- ১৪.২.১৯ 
ইচ্ছেডানা- ৫
ইচ্ছেডানা -২৭ 
কৈশোরের জিজ্ঞাসা- ২য় 
জানতে চাই- ৮২ 
সেরা পত্রলেখক বিজয়ীঃ
১)মেল-বন্ধন ফেব্রুয়ারি ২০১৮ 
২)মেল-বন্ধন অক্টোবর ২০১৯

মোঃ সজিব হোসেন ( সাধারণ সম্পাদক ) 
√১) সুখ- দুঃখ- ভালোবাসা পর্ব-২০ 
√২) স্বপ্ন ডানায় আমরা -৯১ 
√৩) জানতে চাই -৬০ 
√৪) কৈশোরের জিজ্ঞাসা -৬ 
√৫) পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন -৩ 
√৬) ইচ্ছে ডানা -২২ 
√৭) পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন -২ 
√৮) পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন -১৪ 
√৯) পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন -১৯ 
√১০) শান্তির দূত- ২৯ 
√১১) আইন ও আলাপ পর্ব-৫৫ 
 ১২) পুষ্টি জিজ্ঞাসা-১২.১০.২০২২ 
 ১৩) আগামীর কর্নধার পর্ব-১
 ১৪) পুষ্টি জিজ্ঞাসা-২৩.০২.২০২২। 
 ১৫) পুষ্টি জিজ্ঞাসা-২২.০৩.২০২২। 

সেরা পত্র লেখক বিজয়ী তালিকাঃ 
√১) মেল বন্ধন-১৮.৩.২০১৯ 
২) ইচ্ছে দুয়ার-৩২৭,৩১.৩.২০২১
৩) মেইল বন্ধন-০৮.১১.২০২১ 
৪) ইচ্ছে দুয়ার-৩৮১,১৬-০২-২০২২ 

অনলাইনে কুইজ বিজয়ী তালিকাঃ 
√১) Finlay tea ।
২) দ্য ডেইলি জাগরণ ।
√৩) বাংলাদেশ জুনিয়র ওয়াটার প্রাইস।
৪) আদর্শ প্রাণী সেবা।
√৫) বসুন্ধরা এলপি গ্যাস। 
৬) Easy Fashion Ltd।
√৭) BCS Computer City.
√৮) সিসিএস-ইভ্যালি বৈশাখী -১৪২৮. 
√৯) চেরাগদানী ডট কম ১৫- রমজান-১৪৪২ 
√১০) উপকূল ফাউন্ডেশন. 
√১১) বঙ্গবন্ধুর প্রিয় কুইজ মেসেজ পেলাম। 
√১২) ইস্পাহানি এগ্রো লিমিটেড। 
√১৩) Butterfly Group. 
√১৪)  Fresh Biscuits. 
√১৫) Butterfly Group. 
√১৬) Butterfly Group. 
√১৭) Dream Deviser. 
√১৮) Emise. 
√১৯) Othoba.com 
২০) ফুলকলি বেতার শ্রোতা ক্লাব, 
২১) Mobitel. 
√২২) ইস্পাহানি মির্জাপুর টি,




মোঃ শিহাব মাহমুদ 
বিজয়ী তালিকাঃ 
√১) পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন পর্ব-০৪
√২) শান্তির দূত পর্ব-৩৭
৩) ক্রীড়াঙ্গন পর্ব-১৫ প্রচার তারিখ-১৭/০৬/২০২১
√৪) মাঠে ময়দানে জুন মাসে বিজয়ী তারিখ-২০/০৬/২০২১
√৫) পুষ্টি জিজ্ঞাসা, বিজয়ী তারিখ-১২/১০/২০২১
৬) আগামীর কর্নধার, বিজয়ী তারিখ-২১/১২/২০২১

মোঃ মাহি (সদস্য)

১)কৈশোরের জিজ্ঞাসা- পর্ব-১ 

মোঃ আক্তার হোসেন (সদস্য)

১)সুখ- দুঃখ, ভালোবাসা পর্ব-১৩
২)স্বপ্নযাত্রা - পর্ব- ২ চট্টগ্রাম 
৩) স্বপ্ন যাত্রা- পর্ব- ৬ বরিশাল 
৪) স্বপ্নযাত্রা- পর্ব- ১৪ বরিশাল 
৫) ইচ্ছেডানা, ২য় মৌসুম, পর্ব-০৫ বরিশাল 

মোঃ রুবেল হোসেন রনি (সদস্য)
১) স্বপ্ন ডানায় আমরা, পর্ব- ৯৭
২)সুখ- দুঃখ, ভালোবাসা, পর্ব- ২৮
৩)জানতে চাই


মোঃ সিহাব হোসেন
১) কৈশোরের কথা - পর্ব-০৫ বরিশাল 

আয়শা আক্তার (সদস্য)

১)ইচ্ছে ডানা, পর্ব-১৩ 
২)স্বপ্ন ডানায় আমরা, পর্ব-১৪

মোসাঃ ফারজানা আক্তার (সদস্য) 

১)সুখ-দুঃখ, ভালোবাসা- পর্ব-১৯

ক্লাবের সকল সদস্যদের তালিকাঃ


১) মোঃ আব্বাস হোসেন - সভাপতি
২) মোঃ হাসান - সাধারণ সম্পাদক
৩) মোঃ সজীব হোসেন -সহসাধারণ সম্পাদক
অন্যান্য সদস্যরা হলেন-
৪) মোঃ মাহি
৫) মোঃ রুবেল হোসেন রনি
৬) মোঃ আক্তার হোসেন
৭) মোঃ সিহাব হোসেন
৮) মোঃ সিহাব মাহমুদ
৯) মোঃ শান্ত
১০) মোঃ সবুজ
১১) ফারজানা আক্তার
১২) আয়েশা আক্তার
১৩) নূর জাহান বেগম
১৪) মোঃ জাকির হোসেন

বিঃদ্রঃ এই পোস্টের তথ্যাদি সংস্করণ ও হালনাগাদ করা হয়।

©বেতার বাংলা শ্রোতা ক্লাব অনলাইন সংস্করণ - ২০২৩

চরপোটকা, বাপ্তা, ভোলা সদর, ভোলা।
www.facebook.com/bbsc.officials 

Cell -01734515677