শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিশ্ব বেতার দিবস পালিত।

এম. জুলফিকার আলী ভূট্টো,বিশেষ প্রতিনিধি।

প্রতিবেদন: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিশ্ব বেতার দিবস “বেতার ও জলবায়ু পরিবর্তন” প্রতিপাদ্যে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে উদযাপিত হয়।

বেতার দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্য রাখেন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. রায়হান কাওছার, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল, বিশেষ অতিথি ছিলেন মো. মঞ্জুর মোর্শেদ, ডিআইজি, বরিশাল রেঞ্জ, প্রফেসর মো ইউনুস আলী সিদ্দিকী, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, পরিচালক (স্বাস্থ্য) বিভাগীয় কার্যালয়, বরিশাল।




অংশিজনদের মধ্যে আলোচনা করেন জামান মনির সাধারণ সম্পাদক জাতীয় কবিতা পরিষদ বরিশাল, সাগর, জাহিদ হাসান সংবাদ পাঠক, মো. নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এবাদুল হক চান, সাবেক অধ্যক্ষ বিমল কৃষ্ণ বড়াল, আযাদ আলাউদ্দিন সাংবাদিক ও সম্পাদক, কবি পথিক মোস্তফা, কবি জিল্লুর রহমান জিল্লু বেতার শ্রোতা, সহকারী অধ্যাপক টুনু কর্মকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, অনুষ্ঠান শেষে আনন্দ রালি অনুষ্ঠিত হয়। উপস্থাপনা ছিলেন নেজারুল ইসলাম।
সবশেষে আঞ্চলিক পরিচালকের পরিচালনা চমৎকার একটি শ্রোতা আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জিল্লুর রহমান জিল্লু, হিজলার মোহাম্মদ আলী, বরগুনার মাঈনুল হোসেন, হ্যাপি ইসলাম, ইয়াসমিন অজান্তা, পিরোজপুরের কৃষ্ণ কর্মকার কৌশিক এবং ভোলার আব্বাস হোসেন প্রমুখ।