বুধবার, জুলাই ২০, ২০২২

কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,

কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা করা হয়েছে । করোনা থেকে সুরক্ষা, পুষ্টি জিজ্ঞাসা, কৈশোরের কথা অনুষ্ঠান তিনটির কুইজ বিজয়ী শ্রোতাদের পুরস্কার বিতরণ করা হবে। কুইজ বিজয়ী শ্রোতাদের নামের তালিকা-

এপ্রিল-জুন/২০২২ প্রান্তিক এর "করোনা থেকে সুরক্ষা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী শ্রোতারা হলেন:

১৩/০৪/২২: মো: শাকিল আহমেদ, মো. আব্বাস হোসেন, আছিব আকন; 

২০/০৪/২২: মাফিন, সাবিনা ইয়াসমিন, মোছা. জরিনা বেগম;

২৭/০৪/২২: মো. মাসুম হোসাইন, মো. জিল্লুর রহমান, মো. ইমরান মুন্সী;

১১/০৫/২২: অনামিকা অনু, মো. সজীব হোসেন, কেয়া খানম ;

২৫/০৫/২২: নাঈমা খাতুন, মোছা. সাবিহা খাতুন সাথী, মোহাম্মদ আলী;

২৯/০৫/২২: মোছা. রুমা আক্তার, মোছা. নাজনীন আক্তার, শাহ সিকদার আহমেদ ;

০৮/০৬/২২: মোছা. ববিতা খাতুন, জিহাদ করিম, মো. আক্কাস হোসেন;

১৫/০৬/২২: মো. গিয়াস উদ্দিন,  কামরুজ্জামান,  মো. আব্বাস হোসেন;

২২/০৬/২২: সবিতা রানী কর, সুলতান খান, মো. আল আমিন; 

২৮/০৬/২২: আব্দুল্লাহ বিন ফারুক, মেহেরাব তালুকদার, জিল্লুর রহমান জিল্লু।

এপ্রিল-জুন/২০২২ প্রান্তিক এর "পুষ্টি জিজ্ঞাসা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী শ্রোতারা হলেন:

১২/০৪/২২: মোছা. আছিয়া খাতুন, মো. জিহাদ করিম, মো. সজীব হোসেন; 

২৬/০৪/২২: সুহাগী খাতুন রিমা, মোহাম্মদ আলী, মুহতারিমা রহমান রিমা;

১০/০৫/২২: মো. জিল্লুর রহামান জিল্লু, লাল মিয়া, পূরবী চাকমা;

২৪/০৫/২২: জিহাদ করিম, মো. মাইদুল ইসলাম মামুন, শোভন কর্মকার;

১৪/০৬/২২: রাবেয়া আক্তার, মো. কামরুল ইসলাম, রেজাউল কবির;

২৮/০৬/২২: মো. সাজিব আকন, রওনক জাহান মহিমা, সজল।

এপ্রিল-জুন/২০২২ প্রান্তিক এর "কৈশোরের কথা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী শ্রোতারা হলেন- :

১২/০৫/২২: রুবাইয়া আফরোজ ও সামিরা আফরিন মিমিয়া; 

১৯/০৫/২২: মো: রাসেল মিয়া ও মাইশা আক্তার;

২৬/০৫/২২: নাসরিন আক্তার ও মো. মনো মিয়া;

০২/০৬/২২: মার্জিয়া আক্তার ও কামরুজ্জামান;

১৬/০৬/২২: মো. নাঈম আহম্মেদ  ও মো. মশিউর রহমান শামীম;

২৩/০৬/২২: মো. হেলাল উদ্দিন ও সৈয়দ তারিন বাছেদ।


সকল বিজয়ীকে অতি দ্রুত অনুষ্ঠানের নাম, পর্ব, যে মোবাইল নম্বর দিয়ে বিজয়ী হয়েছেন সে নম্বরটি, জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধনসহ ব্যক্তিগত বিকাশ নম্বর বরিশাল বেতারের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে দেয়ার জন্য অনুরোধ করা হলো।

মত বিনিময় সভা