বুধবার, মার্চ ৩০, ২০২২

রংপুরে বেতার শ্রোতা ক্লাবকে পুরস্কার বিতরণ ও চট্টগ্রামে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে ১৫টি শ্রোতা ক্লাবকে পুরস্কার বিতরণী ও চট্টগ্রাম কেন্দ্রে বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।জনগনের অংশগ্রহণে শ্রোতাক্লাব কার্যক্রম নিয়ে দুই দফায় বেশ কিছু ভিডিও বাংলাদেশ বেতার রংপুরের ফেসবুক পেইজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এর মধ্য থেকে প্রথম দফায় ১৫ টি শ্রোতাক্লাবকে বেস্ট রেসপন্ডার হিসেবে ঘোষণা করে তাদের মাঝে মেঘাহ্যান্ডসেট প্রদান করা হয়।অন্যদিকে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কর্তৃক আয়োজিত কিশোর-কিশোরী বেতার শ্রোতা ক্লাব সদস্যদের অংশগ্রহণে 'বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩০ই মার্চ তারিখে পুরস্কার বিতরণ ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রংপুর কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থিরচিত্র 

                        বাংলাদেশ রংপুর কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসত শ্রোতাগণ

                       বাংলাদেশ রংপুর কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থিরচিত্র 

কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা।

বাংলাদেশ বেতার বরিশাল এর কর্মকর্তাদের মাঝে  আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক,
কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে Bangladesh Betar Barishal কেন্দ্রের পুরস্কার প্রদান সংক্রান্ত ঘোষণা করা হয়েছে।অক্টোবর -ডিসেম্বর মাসের কুইজ বিজয়ী শ্রোতাদের মাঝে বিকাশযোগে পুরস্কার প্রদান করা হবে। পুষ্টি জিজ্ঞাসা, কৈশোরের কথা ও আগচমীর কর্ণধার অনুষ্ঠান তিনটির পুরস্কার প্রদান করা হবে।তিনটি অনুষ্ঠানে গত অক্টোবর -ডিসেম্বর ২০২১মাস পর্যন্ত কুইজ বিজয়ী শ্রোতাদের নামের তালিকা-

অক্টোবর- ডিসেম্বর ২০২১ প্রান্তিক এর "পুষ্টি জিজ্ঞাসা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী:

১২/১০/২১: সাবিনা ইয়াসমিন, মো: সজীব হোসেন, মো: শহিদুল ইসলাম; 

২৬/১০/২১: জিহাদ করিম, আরিয়া, আরফা আফরিন, আহমেদ তানভীর জয়;

০৯/১১/২১: নাজমুস শাকিব, রাবেয়া আক্তার, আসিফ আকন;

২৩/১১/২১: মো: ইমরান মুন্সী, মো: আল মামুন, সাজেদা বেগম;

১২/১২/২১: মো: আব্বাস হোসেন, মহিমা বেগম, জিহাদ করিম;

২৮/১২/২১: ফাতেমা তুজ জোহরা, মো: জামাল উদ্দিন,  মো: রেজাউল কবির।

অক্টোবর- ডিসেম্বর ২০২১ প্রান্তিক এর "কৈশোরের কথা" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী:

১৭/১০/২১: মো: আলী আফরাজ শান; 

২৮/১০/২১: মো: ইমরান মুন্সী;

১১/১১/২১: আল মামুন খান;

২৫/১১/২১: মো: মশিউর রহমান শামীম;

৯/১২/২১: সৈয়দ তারিন বাছেদ;

২৩/১২/২১: মো: আল আমিন।


অক্টোবর- ডিসেম্বর ২০২১ প্রান্তিক এর "আগামীর কর্ণধার" ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী:

পর্ব-১: মো: আল মামুন, মো: সজীব হোসেন, মরিয়ম আক্তার হামিদা; 

পর্ব-২: এস কে সমির বিশ্বাস, মো: ইমরান মুন্সি, রুমা আক্তার;

পর্ব-৩: আয়াত, ওয়ালী ইসলাম ইভা, রাবেয়া আক্তার;

পর্ব-৪: শাওন মাহমুদ আপন, সৈয়দ তারিন বাছেদ, রাবেয়া আক্তার;

পর্ব-৫: মেহেরাব তালুকদার, শাহনাজ পারভীন, শ্রী ভাগ্য চন্দ্র অমিত;

পর্ব-৬: মো: কামরুজ্জামান, মো: সুহেল মিয়া, মো: মাইদুল ইসলাম মামুন;

পর্ব-৭: মো: সাইফুল ইসলাম, সৈয়দ তারিন বাছেদ, সাজেদা বেগম;

পর্ব:৮: জিল্লুর রহমান জিল্লু, ফাতেমা তুজ জোহরা, মো: সবুজ;

পর্ব-৯: মো: রেজাউল কবির, মো: মেজবাহ উদ্দিন মিহান, মো: রিয়াজ।

সকল বিজয়ীকে অতি দ্রুত অনুষ্ঠানের নাম, পর্ব, যে মোবাইল নম্বর দিয়ে বিজয়ী হয়েছেন সে নম্বরটি, জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধনসহ ব্যক্তিগত বিকাশ নম্বর বরিশাল বেতারের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে দেয়ার জন্য অনুরোধ করা হলো।তবে সরাসরিও পুরস্কারের সম্মানী অফিস হতে গ্রহণ করা যাবে।